২:৩২ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার |
| ১০ রজব ১৪৪৪
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির বহদ্দাহাট কার্যালয়ে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাবেক কেন্দ্রীয় সহ- সভাপতি এস এম শহিদ উল্লাহ রণি শিক্ষা সংস্কৃতি ও মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় শহীদ উল্লাহ রনিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ।
১৮ই জানুয়ারি বহদ্দাহাটস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল সভাপতিত্বে এসএম রণির সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকার সংগঠক এডভোকেট এরশাদুর রহমান রিটু, প্রধান বক্তা ছিলেন হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা হাফেজ মোঃ আলম, মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ সানাউল্লাহ,
ক্রিয়েটিভ ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি ডিরেক্টর মোহাম্মদ তসলিম উদ্দিন, এম আওলাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাফেজ কারী আমান উল্লাহ দৌলত, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিউল্লাহ শফি, এম ওবায়দুল হক মনি, সাংবাদিক সংগঠক এম এ তৈয়ব, সাংবাদিক মোহাম্মদ নুর হোসেন, হাফেজ ক্বারী মোঃ শাহজাহান, ইঞ্জিনিয়ার মাহমুদ শাহ নেওনাজ , পিয়াস বড়ুয়া, মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট। এরশাদুর রহমান রিটু বলেছেন, দেশ ও দশের কল্যাণে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি যোগ্য নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে.. সংগঠনের দীর্ঘ ২০ বছরের কর্মকাণ্ড তুলে ধরে বলেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ সংগঠন।
সভাপতি এর বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, ভালো মানুষ তৈরি না হলে ভালো সমাজ বিনির্মাণ সম্ভব নয় শহীদুল্লাহ রনি একজন ভালো মানুষ, একজন ভালো মানুষকে সম্মান জানানো আমাদের নৈতিক কর্তব্য। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিটা সদস্য আমরা একে অপরের ভাই।
সংবর্ধিত অতিথি দিতে অতিথির শহীদুল্লাহ রনি বলেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির এই আয়োজন আমাকে অনুপ্রাণিত করেছে, যা আমার ভবিষ্যৎ মানবিক কর্মকাণ্ড কে আরো গতিশীল করবে,