১০:৪৬ পিএম, ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার |
| ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
আমরা হয়তো সকলকেই সাহায্য করতে পারব না, তবে আমরা কাউকে না কাউকে সাহায্য করতে পারব। আর এটাই হলো মানবতা। — রোনাল্ড রিয়াগানের উক্তি এটি। যাদের নিয়ে লিখতে বসালাম তারা কেউ কোন কর্মজীবী না, কেউ ছাত্র আবার কেউ মানবিক কাজের প্রতিনিধিত্ব করছে। নিজের খরচ বাঁচিয়ে টাকা জমিয়ে আবার সকলের সহযোগিতার অর্থ দিয়ে অসহায় মানুষের সেবা দিয়ে যায় তারা। খন্ড করে লিখতে গেলে কলমের কালি ফুরিয়ে যাবে। মানবিকতা কি তা তাদের দিকে তাকালে সহজেই যে কেউ বুঝতে পারবে। বলছিলাম মানবিক টিম নানুপুরের কথা। তারা শুধু নানুপুর নিয়ে কাজ করছে তা না ফটিকছড়ি তথা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানেও ঝাঁপিয়ে পড়ে অসহাদের পাশে থাকার চিত্র ও দেখেছি। মানবতা আজও আছে তা এই টিমের সদস্যদের কর্মকাণ্ড দেখে সহজে বুঝা যায়। জীবনের মূল মানেটা হলো নিজের সব কিছু দিয়ে মানবতার সেবা করা।
লেখক:
নকিব ছিদ্দিকী-
রিপোর্টারঃ দৈনিক প্রিয় সময়
Search News Network (SNN)