২৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ এএম |
নিজস্ব প্রতিবেদক:
পদ্মা অয়েল কোম্পানির সাবেক কর্মকর্তা , কচিকাঁচার মেলার অন্যতম সংগঠক, লেখক গবেষক ও প্রাবন্ধিক মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল আর নেই।
তিনি গতকাল রাত সোয়া ২ টায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে,নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য অনুরাগী রেখে গেছেন। লেখক মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুলের জানাজার নামাজ আজ বাদ জোহর রাউজান মোহাম্মদপুর মহিউল মাদ্রাসায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মোয়াজ্জেম বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই হেলাল উদ্দিন মোহাম্মদ কামরুল।
মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল ১৯৫৭ সালের রাউজান উপজেলার মুহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬৭বছর। ।
উল্লেথ্য, মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল ঐতিহ্যবাহী বিদ্যাপীট নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ে সাবেক স্বনামধন্য প্রধান শিক্ষক, বরেন্য শিক্ষাবিদ ও জ্ঞানতাপস মরহুম সুফী হাফিজুর রহমান বি,এ,বি,টি সুযোগ্য সন্তান।