৩:৪৭ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার | | ২১ রজব ১৪৪৬




ইসলামে পরামর্শের গুরুত্ব ও তাৎপর্য

১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম |


এসএনএন২৪ডেস্ক: ইসলামে শুরা বা পরামর্শের গুরুত্ব অনেক।  রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে।  পরামর্শ গ্রহণ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত।  পরামর্শ গ্রহণ করা শাসকদের উপর জনগণের একটা অধিকার।  মহান আল্লাহ বলেন,   وَ اَمۡرُهُمۡ شُوۡرٰی بَیۡنَهُمۡ অর্থ: তাদের কাজকর্ম পরস্পরের পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়।  (সুরা শুরা, আয়াত: ৩৮)  আরেক আয়াতে মহান আল্লাহ বলেন,   فَبِمَا رَحۡمَۃٍ مِّنَ اللّٰهِ لِنۡتَ لَهُمۡ ۚ وَ لَوۡ كُنۡتَ فَظًّا غَلِیۡظَ الۡقَلۡبِ لَانۡفَضُّوۡا مِنۡ حَوۡلِكَ ۪ فَاعۡفُ عَنۡهُمۡ وَ اسۡتَغۡفِرۡ لَهُمۡ وَ شَاوِرۡهُمۡ فِی الۡاَمۡرِ ۚ فَاِذَا عَزَمۡتَ فَتَوَكَّلۡ عَلَی اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُتَوَكِّلِیۡنَ অর্থ: আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল-হৃদয় হয়েছিলেন যদি আপনি রূঢ় ও কঠোরচিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত।  কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন, তারপর আপনি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন; নিশ্চয় আল্লাহ (তার উপর) নির্ভরকারীদের ভালোবাসেন।  (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯) মুসলিমদের মনস্তষ্টির জন্য পরামর্শ করে নিবেন।  এ আয়াত দ্বারা পরামর্শ করার গুরুত্ব, তার উপকারিতা এবং তার প্রয়োজনীয়তা ও বৈধতা প্রমাণিত হয়।  পরামর্শ করার এই নির্দেশ কারো নিকট ওয়াজিব এবং কারো নিকট মুস্তাহাব।  (ইবনে কাসীর) ইমাম শওকানী লেখেন যে,  শাসকদের জন্য অত্যাবশ্যক হল-- তারা এমন সব ব্যাপারে উলামাদের সঙ্গে পরামর্শ করবেন, যে সব ব্যাপারে তাদের জ্ঞান নেই অথবা যে ব্যাপারে তারা সমস্যায় পড়েন।  সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে সৈন্য সংক্রান্ত বিষয়ে, জনগণের দায়িত্বে নিয়োজিত নেতাদের সঙ্গে জনসাধারণের কল্যাণ প্রসঙ্গে এবং অন্যান্য বিভিন্ন অঞ্চলে নিযুক্ত সরকারি দায়িত্বশীলদের সঙ্গে সেই অঞ্চলের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ করবেন।   ইবনে আত্বিয়্যাহ বলেন, এমন শাসকদের বরখাস্ত করার ব্যাপারে কোনোই দ্বিমত নেই, যারা আলেম ও দীনদারদের সঙ্গে কোনো পরামর্শ করেন না।  আর এ পরামর্শ সেই সব বিষয়ের মধ্যেই সীমিত থাকবে, যে সব ব্যাপারে শরিয়ত নীরব (যে সম্বন্ধে শরিয়তের সুস্পষ্ট কোনো সমাধান নেই) অথবা যার সম্পর্ক হল প্রশাসনিক ব্যবস্থাপনার সাথে।  (ফাতহুল ক্বাদীর)


keya