ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ
০৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পিএম |
এসএনএন নিউজ ডেক্স.
চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মারা গেছে কিরণ দে (৫০) নামের এক ব্যক্তি। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে গেছে তার স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭)সহ অটোরিকশা চালক মোহাম্মদ তারেক (৩০) । এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ৯ জানুয়ারি
বৃহস্পতিবার ১০টার দিকে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন রাঙ্গুনিয়ার ইছাখালী হাসপাতালে সামান্য পশ্চিমে একটি ইটবাহী ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে নিহত ব্যক্তি কিরণ দে চাঁদগাও মোহরা এলাকার অতুল দে’র পুত্র। তারা স্বপরিবারে রাঙ্গামাটির এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্থান্তর করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনা স্বীকার করে বলেন দুর্ঘটনায় পড়া দুটি গাড়ি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে। মৃত দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।