০২ জানুয়ারী ২০২৫, ১২:৩২ পিএম |
নকিব ছিদ্দিকী:
কুয়াশার দাপটে ঢাকা পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। সকাল ১০টা হলেও আকাশে মিলছে না সূর্য। চট্টগ্রামে ১৬ ডিগ্রিতে বিরাজ করছে সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় নগরীতেও বেড়েছে শীতে ও কুয়াশার দাপট। কুয়াশার সঙ্গী হয়েছে ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকেও কুয়াশার চাদরে ঢাকা পুরো নিগরী। এমনকি সকাল সাড়ে ৯ টায়ও গগণ চিরে সূর্যের দেখা মেলেনি। সঙ্গে ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারিতে দেশে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এ মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বর্তমানে চট্টগ্রামসহ সারাদেশে কুয়াশার যে বৃহৎ চাদর দেখা যাচ্ছে তাকে আবহাওয়াবিদরা ‘অ্যাডভেকশন ফগ বা পরিচালন কুয়াশা বলে অবহিত করেন। এটি মূলত দীর্ঘসময় ধরে স্থায়ী হয়। যেমন গত বছরের জানুয়ারিতে প্রায় দুই সপ্তাহ এমন কুয়াশা ছিল। কুয়াশার কারণে স্বাভাবিকের চেয়ে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। তাই প্রয়োজন না হলে সকাল সকাল ঘরের বাইরে বের হতেও হিসাব কসছেন নগরবাসী। বুধবার সকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে অনেককে আগুন জ্বেলে শীত তাড়াবার চেষ্টা করতে দেখা গেছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের বলছে, বাতাস উষ্ণ এবং আদ্রতা বেশি থাকার কারণে চট্টগ্রামে কয়েকদিন ধরে কুয়াশার আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। মূলত রাতে তাপমাত্রা কমে যাওয়ার আগেই কুয়াশা তৈরি হয়ে যাচ্ছে। আর বাতাস কম থাকার কারণে কুয়াশা সরে যেতে পারছে না।