৩:৫২ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার | | ২১ রজব ১৪৪৬




গেল এক বছরে চট্টগ্রাম বন্দরের আয় ৫ হাজার ৫৫ কোটি টাকা

০২ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ এএম |


নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫ হাজার ৫৫ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে।  এর আগের বছর ২০২৩ সালে রাজস্ব আয় করেছিল ৪ হাজার ১৬৫ কোটি ১৮ লাখ টাকা।  এক বছরের ব্যবধানে এবার রাজস্ব বেড়েছে ৮৯০ কোটি ৮১ লাখ টাকা।  বুধবার (১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।  বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরের সক্ষমতা ধীরে ধীরে বাড়ছে।  বিদায়ী বছরে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি ২১ দশমিক ৩৯ শতাংশ।  ২০২৪ সালে বন্দরের রাজস্ব উদ্বৃত্ত আছে ২ হাজার ৯৪৮ কোটি ৯৭ লাখ টাকা।  ২০২৩ সালে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ ছিল ২ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা।  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্দরে ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ একক কন্টেইনার এবং ১২ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ১৪ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে।  ২০২৩ সালের তুলনায় কন্টেইনারে ৭ দশমিক ৪২ শতাংশ, কার্গোতে ৩ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।  ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার ৮৬৭টি।  বহির্নোঙরে জাহাজের গড় অপেক্ষার সময় এক দিনে নেমে এসেছে।  তবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার সংখ্যা কমেছে ২৩৬টি।  ২০২৪ সালে বন্দরে জাহাজ এসেছে ৩ হাজার ৮৬৭টি।  ২০২৩ সালে এসেছিল ৪ হাজার ১০৩টি। 


keya