০৭ জানুয়ারী ২০২৫, ১০:১৩ এএম |
সময় ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালনায় "আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৪" আরম্ভ হয়েছে।
৬ জানুয়ারি ২০২৫ খ্রিঃ (সোমবার) দুপুর ৩.৩০ ঘটিকায় চুয়েটে টিএসসি সংলগ্ন ভলিবল কোর্টে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা কেদ্রের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দিন।
উক্ত ভলিবল প্রতিযোগিতায় মোট পাঁচটি দল অংশগ্রহন করে। শহীদ মোহাম্মদ শাহ হল বনাম বঙ্গবন্ধু হলের মধ্যকার ম্যাচের মাধ্যমে উক্ত প্রতিযোগিতা শুরু হয়।