১:০০ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




নিখোঁজের সাতদিন পর মুনতাহার লাশ উদ্ধার

১০ নভেম্বর ২০২৪, ১০:০২ এএম |


ডেস্ক রিপোর্ট : সিলেটে নিখোঁজের সাতদিন পর শিশু মুনতাহা আক্তার শিরিনের লাশ উদ্ধার করা হয়েছে।  রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।  তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।  মুনতাহার বাবা শামীম আহমদ বলেন, আমার শিশু কন্যাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।  এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছিলাম।  আজ ভোরে বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহের সন্ধান মিলেছে।  লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আওয়াল।  তিনি বলেন, রোববার ভোর ৪টার দিকে নিজ বাড়ির পুকুরে মুনতাহার নিথর দেহের সন্ধান পাওয়া যায়।  তার গলায় রশি পেঁচানো ছিল।  শরীরে ক্ষত চিহ্ন রয়েছে।  লাশ দেখে বুঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।  গত ৩ নভেম্বর প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হন শিশু মুনতাহা।  খেলার সাথীরাও মুনতাহার বিষয়ে কিছু জানাতে পারেনি।