৫:৩০ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার | | ২১ রজব ১৪৪৬




পিএসএলের ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার

০৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ এএম |


এসএনএন২৪ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কারণে এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে এপ্রিলে।  এ উপলক্ষে চলতি মাসের ১১ তারিখ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।  সেই ড্রাফটে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিসিবি।  আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার।  রোববার (৫ জানুয়ারি) প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করে পিসিবি।  বাংলাদেশের ৩০ জন ক্রিকেটার আগ্রহ দেখালেও চূড়ান্ত তালিকায় আছেন ৮ ক্রিকেটার।  তাদের শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে।  প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা ৮ বাংলাদেশি হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়।  এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন।  নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারে।  বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৮ জন করে খেলোয়াড় রেখে দিয়েছে।  অন্য তিন ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ধরে রেখেছে ৭ জন করে।  উল্লেখ্য, পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হলেও এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থাকার কারণে তা পিছিয়ে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি।  একই সময়ে চলবে আইপিএলের ১৮তম আসর।  এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হবে একই সময়ে।  ফলে আইপিএলে দল না পাওয়া বিদেশি তারকা ক্রিকেটাররা ঝুঁকছে পিএসএলের দিকে। 


keya