১:২৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




ফজলে করিম হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট

২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৮ এএম |


নিজস্ব প্রতিবেদক : রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।  গতকাল সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।  এর আগে পুলিশের পক্ষ থেকে চান্দগাঁও থানার উক্ত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হয়।  এ জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফজলে করিমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।  নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।  গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এ বি এম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  পরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।