০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পিএম |
নিজস্ব প্রতিবেদক:
গাউছুল আজম মাইজভান্ডারী (র.) ফয়েজ প্রাপ্ত খলিফা হযরত রহম আলী শাহ (র.) এর নবনির্মিত মাজারে শরীফে হামলা ও অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত।
বৃহস্প্রতিবার ( ৯ জানুয়ারী ) আনুমানিক দুপুর ২ টার সময় পশ্চিম ফরহাদাবাদ জব্বারহাট বাজারস্ত হযরত রহম আলী শাহ মাজার হামলার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান দুপুরে কে বা কারা মাজারে ঢুকে গিলাফে ও মাজারে নির্মাণ কাজের মূল্যবান জিনিসপত্রে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কাওছার হোসাইন মুঠোফোনে দৈনিক প্রিয় সময়কে জানান, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। আমি বিষয়টি খতিয়ে দেখছি।