১২:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার | | ১৮ শা'বান ১৪৪৬




বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে

২৮ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পিএম |


এসএনএন২৪ডেস্ক: আগামী বৃহস্পতিবার থেকে দেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।  এতে তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি সেলসিয়াস। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের এবং কুমিল্লা অঞ্চলের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। 


keya