নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে উম্মে কুলসুম কলি বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, ১১৩টি কেন্দ্রে চেয়ারম্যান পদে (কাপ-পিরিচ) প্রতীকে এনায়েত হোসেন নয়ন পেয়েছেন ৩৩ হাজার ৭০ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঘোড়া) শেখ মোহাম্মদ আতাউর রহমান ২০ হাজার ৭শ ৬৭ ভোট, উত্তম কুমার শর্মা (দোয়াত কলম) ৩ হাজার ৩শ ৪৬ ভোট, ফেরদৌস হোসেন আরিফ (আনারস) ৩হাজার ৪শ ৩৪ ভোট, মোহম্মদ মোস্তফা (মোটর সাইকেল) ৬শ ৬৫ ভোট পেয়েছেন।
সাইফুল ইসলাম (চশমা) প্রতীকে ৩৮হাজার ৩শ ৪৬ ভোট পেয়ে বিজয়ী। (টিয়া) প্রতীকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ সেলিম পেয়েছেন ১৬ হাজার ৭শ৩৭ ভোট, সাইফুল আলম (তালা) প্রতিকে পেয়েছেন ১হাজার ৭শ ৫১ ভোট, সালা উদ্দিন (টিউবয়েল) প্রতিকে পেয়েছেন ৩হাজার ৭ শ ৩৮ ভোট।
৩১ হাজার ২৩৫ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে উম্মে কুলসুম কলি (ফুটবল)বিজয়ী হয়েছেন। ইসমত আরা (কলস) প্রতীকে ২০ হাজার ৫৭৭ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী। পদ্মফুল প্রতীকে ৭ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন বিবি কুলছুমা চম্পা।