০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ এএম |
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে ব্যস্ততম সড়কের পাশে ফেলে রাখা সেই বিলাসবহুল ল্যান্ড রোভার ব্র্যান্ডের গাড়ির মালিকের খোঁজ মিলেছে। চট্টগ্রাম মুরাদপুর এলাকার আবদুর রহমান নামের এক কাতারপ্রবাসী নিজেকে গাড়িটির মালিক দাবি করেছেন।
নগরীর খুলশী থানায় গাড়িটির মালিকানা সম্পর্কে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গাড়িটির মালিক দাবি করা কাতারপ্রবাসী আবদুর রহমান পুলিশকে জানিয়েছেন, গাড়িটি চালু হচ্ছিল না। মেরামতের জন্য মিস্ত্রি জোগাড় করতে গিয়েছিলেন। এ কারণে একটি রেস্তোরাঁর সামনে পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল।
এর আগে, নগরীর ব্যস্ততম এলাকা ওয়াসা মোড়ের একটি রেস্তোরাঁর সামনে গত রবিবার থেকে পড়ে ছিল ল্যান্ড রোভার ব্র্যান্ডের দুই হাজার সিসির গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ১১-২৮৮৩)। এ বিষয়ে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাড়িটি জব্দ করে নিয়ে যায় খুলশী থানা পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার খবর পেয়ে ওয়াসা মোড় থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। পুলিশ গাড়িটি নিয়ে যাওয়ার পর রাতে আবদুর রহমান নামের এক প্রবাসী থানায় এসে নিজেকে ওই গাড়ির মালিক দাবি করেছেন। গাড়িটি ল্যান্ড রোভার ব্র্যান্ডের হলেও বেশ পুরনো। গাড়ির কাগজপত্র পেয়েছি। গাড়িটির সঠিক মালিকানা যাচাই করার জন্য কাগজপত্র আদালতে পাঠানো হয়েছে। আদালত গাড়িটির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। ’