৪:১৯ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার | | ২১ রজব ১৪৪৬




সুখবর দিলেন মিথিলা

০৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ এএম |


এসএনএন২৪ডেস্ক:  অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অন্যরকম একটি সুখবর দিলেন দর্শকদের।  যারা কোরিয়ান শিল্প পছন্দ করেন তাদের জন্য মিথিলা নিয়ে এলেন অবাক করা খবর কারণ তিনি যুক্ত হচ্ছেন কোরিয়ান নাটকে।  জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।  তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।   মিথিলা নিজেই খবরটি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমে।  তিনি জানান, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি।  বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো।  ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মনে অণ্যরকম জায়গা করে নিয়েছে।  নাটকের বাংলা ডাবিং-এর দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি।  যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ এবং ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন।  সিরিজের দ্বিতীয় প্রধান চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন মিথিলা।  মিথিলাকে সবশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা গেছে।  ভিন্নধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি। 


keya