৮:৩৮ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার |
| ১৯ রবিউল আউয়াল ১৪৪৫
এসএনএন২৪.কমঃ একাদশ জাতীয় সংসদের সপ্তম (২০২০ সালের দ্বিতীয়) অধিবেশন আগামী শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় আহ্বান করা হয়েছে।
তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় সংক্ষিপ্ত এ অধিবেশন চলাকালে সাংবাদিকদের স্বশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ বিটে কর্মরত সব মিডিয়ার সাংবাদিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একাদশ জাতীয় সংসদের সপ্তম (২০২০ সালের দ্বিতীয়) অধিবেশন আগামী শনিবার আহ্বান করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সবার জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় অধিবেশনটি অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে।
এ প্রেক্ষাপটে সাংবাদিকদের সরাসরি সংসদে না এসে স্ব-স্ব স্থানে অবস্থান করে সংসদ টেলিভিশন থেকে সম্প্রচারিত অধিবেশন কাভার করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।