৯:১৮ পিএম, ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার |
| ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল দাওয়াত খোলা বার আউলিয়ার আস্তানায় আগামী ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার ইছালে ছাওয়াব ও ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।
ঐদিন খতমে কোরআন, জিকির মাহফিল, তবরুক বিতরন সহ নানা কর্মসুচি পালন করা হবে।
ওরশ শরীফ উপলক্ষে গতকাল ১৮ ফেব্রুয়ারী শুক্রবার বাদে জুমা আইলী খীল দাওয়াত খেলা বার আউরিয়ার আস্তানায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ওরশ পরিচালনা কমিটির সদস্য আইলী খীল সমাজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইউনুছ বলেন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিনের নেতৃত্বে ওরশ পরিচালনা কমিটি আগামী মঙ্গলবার ওরশ শরীফের সকল আয়োজন সম্পন্ন করবেন।
উক্ত ওরশ শরীফে উপস্থিত হয়ে সকলের সহায়তা কামনা করেন তিনি। প্রস্তুতি সভা শেষে আইলী খীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা জামে মসজিদের খতিব মাওলানা সেকান্দর হোসাইন আল কাদেরী দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করেন।