২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ এএম |
নিজস্ব প্রতিবেদক :
হত্যা, অস্ত্র, মারামারি সহ ৩০টি মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চট্টগ্রাম মহানগর নেতা মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় এসব মামলা রয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগরের লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে লালদীঘি এলাকা থেকে হত্যা-অস্ত্রসহ ৩০টি মামলার আসামি মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী ও ডবলমুরিং থানায় মামলা রয়েছে।
কোতোয়ালী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে। পরে ডবলমুরিং থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।