০৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পিএম |
এসএনএন২৪ডেস্ক: এখন লেনদেনের ক্ষেত্রে অনেকেই ক্যাশ টাকার পরিবর্তে ব্যবহার করেন QR কোড।
এ পদ্ধতিতে সাথে নগদ অর্থ রাখার যেমন ঝামেলা নেই, তেমনি যে কোনো জায়গায় হঠাৎ প্রয়োজনে কম-বেশি অর্থ লেনদেন করা যায় দ্রুত সময়ে। কিন্তু আপনি কি জানেন, এ পেমেন্ট পদ্ধতিতে অর্থ লেনেদেনে জড়াতে পারেন প্রতারণার ফাঁদে?
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, QR কোড স্ক্যান করে লেনদেন করলে আপনাকে অবশ্যই একটি বিষয়ে সতর্ক থাকতে হবে। আর তাহলো অর্থ লেনেদেন যেন বেহাত না হয়।
অনেক সময় লেনদেন করতে গিয়ে দেখা যায়, QR কোড স্ক্যান করেও টাকা সঠিক স্থানে পৌঁছায়নি। তাই ক্যাশলেস অনলাইন পেমেন্ট করতে গেলে তিনটি টিপস মাথায় রাখা প্রয়োজন। এগুলো হলো-
১। QR কোড স্ক্যান করার পরিবর্তে মোবাইল নাম্বার ব্যবহার করুন।
২। তা না হলে ইউপিআই আইডিতে পেমেন্ট করুন।
৩। অনলাইনে অর্থ লেনদেনের সময় চেষ্টা করুন যে অ্যাকাউন্টে অর্থ লেনদেন করছেন সেখানে কম পরিমাণ টাকা রাখার। কেননা সব সতর্কতা মেনে চলার পরও যদি অর্থ খোয়া যায় তবে আপনার বিশাল নয়, বরং স্বল্প পরিমাণ অর্থ খোয়া যাবে।
QR কোড স্ক্যান করার ক্ষেত্রে আরও যে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তাহলো অপরিচিত কোনো লিংককে পেমেন্ট না করা। কারণ অপরিচিত লিংক থেকে পেমেন্ট করলে বেশিরভাগ সময়ই জালিয়াতির খপ্পরে পড়ার শঙ্কা থেকে যায় বলে মনে করেন অ্যাপ বিশেষজ্ঞরা।