৪:৩১ এএম, ২ ডিসেম্বর ২০২৩, শনিবার |
| ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক:
ছাত্রদল প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর আওতাধীন ১,২,৩,৭,৪৩ নং ওয়ার্ড । বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম । বিক্ষোভ মিছিলটি নগরীর অক্সিজেন মোড় থেকে শুরু করে আতুরারডিপু এসে শেষ হয় । বিক্ষোভ মিছিলের পর শুরু হয় সমাবেশ এতে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ শিবলী সাদিক, বায়েজিদ থানা ছাত্রলীগের আহব্বায়ক সদস্য তন্ময় তপু, ৪৩নং মহিলা আওয়ামীলীগের সভাপতি পারুল, যুবলীগ নেতা মোঃ জনি,সুমন, ডাঃ রাজু, এরশাদ, সেলিম, নিয়াজ,মিহির আকবর, শহীদুল্লাহ,সোহেল, মহসিন সুমন, ওসমান গনী,অন্তর ও প্রমুখ । সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম. আর ,. আজিম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব পেয়েছি। আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতায় এদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু এসময়ে এসেও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। ’