৫:২২ এএম, ২ ডিসেম্বর ২০২৩, শনিবার |
| ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫
এসএনএন২৪.কমঃ নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রুমানা রশীদ ঈশিতা। অন্যদিকে, প্রথমবার কণ্ঠশিল্পী হিসেবে পাওয়া যাবে নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী মেহবুবা চাঁদনীকে
সবশেষ ২০১৯ সালে প্রকাশ হয় ঈশিতার গাওয়া ‘আমার অভিমান’ শিরোনামের গান। এর কথা ও সুর করেছিলেন লুৎফর হাসান। এবার আরো একটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।
বর্তমানে পরিবার নিয়ে ব্যস্ত রয়েছে ঈশিতা। এর ফাঁকে একটি একক গান চূড়ান্ত করেছেন। এর কথা ও সুর নাকি চমৎকার লেগেছে তার। তবে আপাতত গানের বিস্তারিত জানানি তিনি।
তবে ঈশিতা জানালেন, ভয়েজ দেওয়ার পর গানটি নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করবেন। এরপরেই নিজের ইউটিউব চ্যানেল থেকে সেটি প্রকাশ করবেন।
এদিকে, ‘জানি না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন চাঁদনী। গানের কথা লিখেছেন এই অভিনেত্রীর মা ফাতেমা বেগম। এর সুর ও সংগীত করেছেন ফারহান লাবিব আহমেদ।
ইতোমধ্যে গানচিত্র নির্মাণ করেছেন টুকু খন্দকার। চলতি মাসের শেষের দিকে গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানান চাঁদনী।