১:৩৬ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




নিরাপদ সড়ক চাই

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫২ পিএম |


নিরাপদ সড়ক চাই 

-শাহীদুল আলম

---------------------------------------

আর কত দেখতে হবে, সড়কে লাশ?

কবে যাবি বল? রাস্তার উপরে খুঁটি? 

কবে হবে হুশ? আর খাবে কত বাঁশ?

কার দোষে নিরপরাধ চিরতরে ছুটি?

একের পর এক সড়কেই জীবন যাই,

রাস্তাঘাট সবি ভালো পরিকল্পনা নাই।  

যার চলে যায় তার পাশে কে দাঁড়ায়? 

জানাজায় আসে সবি, তারপরে নাই। 

বছরের হিসেব দেখ, হারাল কত প্রাণ, 

ফটিকছড়ির সড়কে কতই নিবে জান?

সাবধান হও সড়ক পরিবহনের চালক,

প্রাণের মূল্য বুঝ? বুঝেন প্রতিপালক।  

নিরাপদ সড়ক চাই হে! ফটিক জনতা,

প্রশাসনের কাছে দাবী এ আজি বারতা। 

লেখক ও শিক্ষক 

নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম।