৫:৩০ এএম, ১২ অক্টোবর ২০২৪, শনিবার | | ৮ রবিউস সানি ১৪৪৬



আসিফ-আইরিনের এক পৃথিবী প্রেম

এসএনএন২৪.কম : অবশেষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নবাগত নায়ক আসিফ নূর ও র‌্যাম্পকন্যা আইরিনের সামাজিক গল্পনির্ভর ছবি ‘এক পৃথিবী প্রেম’।    ছবিটি পরিচালনা করেছেন এসএ হক অলীক। এর আগে বেশ কয়েকবার ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হলেও বিশেষ কিছু কারণে পেছানো হয় ছবিটির মুক্তির দিন। এবার আর কোনো কারণ নেই।   আজ থেকে দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন আসিফ নূর ও আইরিন জুটির রসায়ন। এ ছবি প্রসঙ্গে আফিস