৫:৩১ এএম, ১২ অক্টোবর ২০২৪, শনিবার | | ৮ রবিউস সানি ১৪৪৬



ঘরেই তৈরি করুন পিনাট বাটার

    এসএনএন২৪.কম : সুস্বাদুর পাশাপাশি পিনাট বাটার স্বাস্থ্যকরও বটে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পিনাট বাটার পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরে বসেই এটি বানাতে পারেন। জেনে নিন রেসিপিটি।   উপকরণ: ভাজা চীনা বাদাম-দেড় কাপ, বাদাম তেল বা মাখন- ১ টেবিল চামচ, মধু- ১ টেবিল চামচ ও লবণ- ১/২ চা চামচ।   আপনি চাইলে লবণটা নাও দিতে পারেন। আবার লবণ দেয়া কেনা বাদাম হলে সেক্ষেত্রে দেয়ার প্রয়োজন নেই।  মধু ভালো