চট্টগ্রামের অন্যতম আকর্ষনীয় পর্যটন স্পট গুলিয়াখালি বিচ
এসএনএন২৪.কম : চারদিকের সবুজ শ্যামলিম রূপ দেখে কাশ্মীর ফেরৎরা গুলিয়াখালি সৈকত এলাকাকে মেলাচ্ছেন কাশ্মীরের প্যাহেলগাম-এর সাথে। এখানে বেড়াতে আসা প্রকৃতি প্রেমিদের কথা, চারদিকের সবুজ ম্যানগ্রোভ যেন সুন্দরবনের রূপ। কারো কারো মত, দেশে এমন সবুজ সৈকত আর দ্বিতীয়টি নেই। সবুজ গালিচার ন্যায় বিস্তৃত ঘাস। বিচের পাশ ঘেষে প্রাকৃতিকভাবে তৈরী অসংখ্য আঁকাবাঁকা নালা। যেগুলোকে মনে হয় সবুজের মাঝে ছোট ছোট দ্বীপ। যা বিচকে দিয়েছে ভিন্নতা।