সন্তানের আকিকা যেভাবে করবেন
সময় ডেস্ক : আকিকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত অনুষ্ঠান, যা নবজাতক সন্তানের জন্য করা হয়। সন্তানের আগমনের আনন্দে, তার জন্য নিরাপত্তা ও বরকত কামনা করে এ আয়োজন করা হয়। আকিকার মাধ্যমে পরিবার সন্তানের জন্য দোয়া করে। আল্লাহর কাছে তার সুস্থ ও সুখী জীবন কামনা করে। আকিকা একটি ইবাদত। এর পদ্ধতি ও শর্তাবলী ইসলামিক শরিআতের নির্দেশনা অনুযায়ী পালন করা উচিত। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে, ছেলে সন্তানের