৫:১৮ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫



নারীর মার্জিত লুক কি শুধু হিজাবেই!

// নাসরীন রহমান //  'মার্জিত রঙের হিজাব যা আপনাকে দেবে মার্জিত লুক, পাশাপাশি আপনার ব্যক্তিত্বকে আরো প্রস্ফুটিত করবে'- এটা একটি বিজ্ঞাপনের কথা।  হিজাব ছাড়া কি নারীর মার্জিত লুক সম্ভব নয়? পুঁজিবাদ তার ব্যবসার  স্বার্থে নারীকে করে তুলেছে পণ্য!! হিজাব নারীকে মার্জিত লুক দিবে? তবে সাথে সাথে এই প্রশ্নও এসে যায়  হিজাব ছাড়া কি নারীর মার্জিত লুক সম্ভব নয়? আসল কথা ব্যবসা! এই ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে