মানুষের লাগামহীন মুখের কথা, মানব অন্তরে বাড়ে ব্যাথা
এম.শাহীদুল আলম: বাংলাদেশ সরকারের রাজ-কোষাগারে বিরাট একটি অংশ যোগ হতো মানুষের লাগামহীন কথার উপর যদি TAX বা " কর"-নির্ধারণ করে দেওয়া যেতো। হয়তো প্রথম বাক্যে আমার লেখনীতে হাসছেন, কিন্তু একবার ভেবে দেখুন আমার-আপনার- আমাদের আশেপাশে অহরহ লোক রয়েছে যারা কাজের চাইতে কথা বেশি বলে। অযথা কথা বলার অপরের সমালোচনা করার লোক পথে-প্রান্তরে বিচরণ করে। কোনো কারণ ছাড়ায় অন্যজনের কথায় বাম হাত ঢুকিয়ে দে,আর