
অভিন্ন মায়ের মন
এসএনএন২৪.কম : স্বপ্না বলেন, ''আমি মা হতে পারিনি এই দুঃখের চেয়েও বড় দুঃখ হলো, আমার স্বামী আবির কখনও চিকিৎসকের কাছে যেতে চায়নি। বছরের পর বছর আমি একা এক নারী এখানে-সেখানে ছুটেছি। আবির কখনও মানতেই চায়নি যে, তারও সমস্যা থাকতে পারে। সবদিক হারিয়ে আমি যখন এই বাচ্চাটি দত্তক নিই, তখনও সে আমার পাশে থাকেনি। সব সংগ্রাম আমি একাই করেছি মাতৃত্বের হাহাকার পূরণের জন্য। আর