দু’টি কবিতা
লুৎফর রহমান গুপ্ত তথ্য সে এবং তুমির শিকড় উৎপাটন শেষে মেয়েটি একটি সবুজ টিয়া হলো, অলৌকিক পালক খসাতে খসাতে অভ্যস্ত জীবনের গণ্ডির বাইরে এক গলা জলে নামালো অথচ তার অস্থি ছিপিবন্ধ একটি বোতলের ভিতর ছিলো বন্দী। প্রথাগত কুমারী নয় তবু লোকে জানতো পুরাণকথার সাবেত্রী; বেতস লতার মতো কাঁটায় পরিপূর্ণ মেয়েটির নখের আঁচড়ে প্রণয়প্রার্থী এক যুবকের গাল নর্দমার রূপ পেয়েছিলো। তার নগ্নতায় কাব্য উঠতো ফেনিয়ে, যৌনতায় মধ্যরাতের সেতার। বাংলার যেকোনো নদী ছিলো সে