২:০৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬



জেব্রা ক্রসিংয়ে

এসএনএন২৪.কম : রক্তজবা পিষে দিলে, ভেতরে যে রং আর রূপ আর রসসুন্দরের চিত্রকলা খোলে; কিংবা খুব নিরিবিলি পেকে-ওঠাপুঁইফল অফসেট পেপারের ঘঁষা খেয়ে, নিমেষেই যে কবিতালিখে ফেলে; অকস্মাৎ, তীব্র আক্রোশে হয় অগ্নিলাল ঈশানেরঝড়ের সংকেত; অন্তরে ফাঁপর লাগা আনচান সেরকম দিনে,মনে করো— জেব্রা ক্রসিং ধরে পার হচ্ছি: হৈ-চিৎকার—আর আমার মস্তিষ্কে এলজেব্রা, হিসাবপদ্ধতি ফেলে, মানুষেরযাপন-রহস্যে ধেয়ে যায়— দু'পাশে কোথাও কোনও বন নেই, আফ্রিকা বা বতসোয়ানা নয়;