১:০২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার |
| ১৫ রবিউল আউয়াল ১৪৪৬
প্রেস বিজ্ঞপ্তি : গত ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় জেল হত্যা দিবসে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রেজি:নং-১০০৮ এর উদ্যোগে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য বখতিয়ার উদ্দিন খান।
প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ৩ নভেম্বর ১৯৭৫ এর কালো রাত্রিতে সংঘটিত জেল হত্যাটি ছিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক কালো অধ্যায়। এই জেল হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতার অবমাননা করেছে। সেই সাথে জামায়াত-শিবির, রাজাকারদেরকে এদেশে প্রতিষ্ঠিত করে পাকিস্তানের পরিকল্পনা বাস্তবায়ন করার প্রয়াস চালাতে চেয়েছিল। তিনি আরো বলেন, এই জেল হত্যার মাধ্যমে জাতির পিতা ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের নাম সারা বিশ্ব থেকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। তিনি আরো বলেন, ৩ নভেম্বর জেল হত্যা ও ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা একই সূত্রে গাঁথা। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, জেলহত্যারও বিচার হবে।
বঙ্গবন্ধুর কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দ্রুত ডিজিটাল ও ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। জামায়াত বিএনপি’র পরিকল্পিত জঙ্গিবাদী কার্যক্রম, বোমা হামলা, হত্যা, গুম ও নৈরাজ্য শেখ হাসিনার ভিশন-২০২১ গড়ার লক্ষ্যকে বাধাগ্রস্থ করতে পারবে না। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, মো.এনায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, খোরশেদ আলম, হাসান, ফজলুল কাদের,অরুণ দাশ, মো. ইউনুছ প্রমুখ।
এসএনএন২৪.কম/মিম