১:৪১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার |
| ১৫ রবিউল আউয়াল ১৪৪৬
এসএনএন২৪.কম : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগর আওতাধীন চকবাজার থানা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা হলেন- আহবায়ক ফরমান আহমদ জনি, যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন মজনু, রোবায়েত হোসেন অনিক, ফরহাদ জামাল লিংকন, নাজমুল হক মাসাদ, মোহাম্মদ আলী রকি, সদস্য সচিব আনিসুজ্জামান আবিদ, সদস্য ইফতেখার উদ্দিন রানা, মহিউদ্দিন সুমন, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল হাসান শুভ, সানি মল্লিক, তানভীর চৌধুরী, নয়ন চৌধুরী, অন্তূ বড়ুয়া, মোস্তফা শাকিল, নাঈম বিন কাশেম, শেখ ছায়েদ জিসান, রোকন উদ্দিন, মঈন উদ্দিন চিশতী এবং আকিত হোসেন।
উক্ত কমিটিকে চকবাজার থানা শাখার আওতাধীন স্কুল, ওয়ার্ড সহ সকল ইউনিট কমিটি গঠনপূর্বক আগামী তিন মাসের মধ্যে থানা সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়। খবর বিজ্ঞপ্তির।
সম্পাদনায় : রফিকুল ইসলাম-০২