১২:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার | | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬




পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনী

শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ

৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪.কম : চট্টগ্রাম মহানগরীর অভিজাত এলাকা খুলশিতে অবস্থিত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত তিনদিনের এক ‘আলোকচিত্র প্রদর্শনী’ বুধবার শেষ হয়েছে।  এ ‘আলোকচিত্র প্রদর্শনী’ শুরু হয়েছিল গত ১২ ডিসেম্বর, ২০১৬। 
ফটোগ্রাফি কোর্সের অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের তোলা শতাধিক ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। 
‘এনলার্জ ইউর আইজ’ শ্লোগান নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। 
এ সময় উপাচার্য বলেন, ‘এ আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সাংবাদিকতা বিভাগ আরও অনেক দূর এগিয়ে যাবে।  তাদের যাত্রা শুভ হোক। ’ প্রদর্শনীর শেষ দিন দর্শনার্থী হিসেবে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাশ।  এ সময় তিনি শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে এ সৃজনশীল প্রচেষ্টা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।  অতিথিবৃন্দ বলেন, এ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আনন্দ পাবে এবং এ ধরনের কাজে আরও উৎসাহিত হবে।  মুক্তিযুদ্ধের বিজয় মেলা, সূর্যাস্ত, গ্রামবাংলা, দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি থিম এবং বিভিন্ন ক্যাপশনের ভিত্তিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
এ আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলার ঐতিহ্য ও স’াপত্য, সংস্কৃতি, চট্টগ্রামের পর্যটন স্থান ও গ্রামীণ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, গ্রাম-বাংলার মানুষের জীবন সংগ্রাম ইত্যাদি। 
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপসি’ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, সাংবাদিকতা বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।  বিজ্ঞপ্তি

সম্পাদনায় : রফিকুল ইসলাম-০৮


keya