৫:১১ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার |
| ২১ রজব ১৪৪৬
এসএনএন২৪.কম : ৩ ডিসেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দফতরে বাংলাদেশী ‘ডিসএ্যাবিলিটি অ্যাডভোকেট’ ভাস্কর ভট্টাচার্যকে ‘ডিজিটাল এম্পাওয়ারমেন্ট অব পার্সনস উইথ ডিসএ্যাবিলিটিস’ বিষয়ক ইউনেস্কো পুরস্কার দেয়া হবে
কুয়েতের সহায়তায় প্রবর্তিত ও সেদেশের সাবেক আমির জাবের আল আহম্মাদ আল জাবের আল সাবাহ-এর নামে নামকরণকৃত এই পুরস্কার ‘ইন্টারন্যাশনাল ডে অব পার্সনস’ উপলক্ষে প্রদান করা হবে।
অক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নের ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার।
এ বছর দিবসটির প্রতিপাদ্যে অক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তি ও সমতা নিশ্চিতকরণ এবং ২০৩০ সাল নাগাদ সহশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মূল বিষয় ‘উন্নয়নের অগ্রযাত্রায় পিছিয়ে থাকবে না কেউ’-কে গুরুত্ব দেয়া হয়েছে।
এটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে এবং যুক্তরাজ্যের ন্যাশনাল স্টার কলেজের ভাইস প্রেসিডেন্ট লুসি হকিং (প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কন্যা) সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। লুসি হকিং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করবেন।
ইউনেস্কোর যোগাযোগ ও তথ্য শাখার নলেজ সোসাইটিস ডিভিশনের পরিচালক ইন্দ্রজিৎ ব্যানার্জি এ অনুষ্ঠান সঞ্চালনা করবেন।