১:৩৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪৬
এসএনএন২৪.কম : ৬ জানুয়ারি ২০১৯ চবি কেন্দ্রীয় খেলার মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি কর্মচারী সমিতির সভাপতি জনাব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মোয়াজ্জেম হোসেন।
উপাচার্য তাঁর ভাষণে বলেন, দেশের দক্ষিণ-পূর্বা লের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তিনি কর্মচারী সমিতির ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। উপাচার্য বলেন, খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক ও মানসিক বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাকুরীজীবীদের কর্মময় জীবনে ক্রীড়া অনুষ্ঠানের মতো ক্রীড়া বিনোদনের যেমন প্রয়োজন, তেমনি কাজ-কর্মে ব্যস্ততার ফাঁকে শিথিল হয়ে যাওয়া জীবনকে সজীব করে তুলতে ক্রীড়া অনুশীলনের প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং কাজ-কর্ম সম্পাদন করতেও আনন্দ পাওয়া যায়। উপাচার্য ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শৃংখলা বজায় রাখার আহবান জানান। তিনি এ ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় পতাকা, কর্মচারী সমিতির সভাপতি সমিতির পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। কর্মচারী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মো. সরোয়ার হোসেনের নেতৃত্বে ক্রীড়াবিদগণ মার্চপাস্টে অংশগ্রহণ করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন সমিতির কৃতি ক্রীড়াবিদ জনাব ভূপাল কৃষ্ণ রুদ্র। উপাচার্য ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমিতির সদস্য জনাব আলী হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) জনাব ফরিদুল আলম চৌধুরী, প্রধান প্রকৌশলী জনাব মো. আবু সাঈদ হোসেন, চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, নিরাপত্তা প্রধান জনাব মো. বজল হক, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতির নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, চবি’র নেতৃবৃন্দ এবং কর্মচারী সমিতির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. নূরুল ইসলাম শহীদ ও সমিতির প্রচার সম্পাদক জনাব মো. ওসমান গণি।