১২:৪৬ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




দরপপাড়া আসছেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৪ পিএম | জাহিদ


এসএনএন২৪.কম : আজ আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের নয়নমনি হাযত রওয়া, মুশকিল ক্বোশা, সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবুল মোকারম মোহাস্মদ নূরুল ইসলাম (রহঃ)'র খলিফা হযরত অলি আহমদ প্রকাশ অলি ফকির (রহঃ)'র ওরশ শরীফ আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দরপপাড়া শাখার ব্যবস্থাপনায় মাজার সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান মেহমান হিসেবে তশরিফ নেবেন পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ওয়াত ত্বরীকত, মোনাজেরে আহলে সুন্নত হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ এ,জেড,এম সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী আল-চিশতী (রহঃ)'র সাহেবজাদা শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী  (মাঃ জ্বিঃ আঃ)। 

উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।  মাহফিলে হাজির হয়ে আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিলের জন্য আহ্বান জানিয়েছেন ওরশ শরীফ ব্যবস্থাপনা কমিটি।