২:৩৬ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪৬
এসএনএন২৪.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক-মানবিক-নান্দনিক এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য পবিত্র ইসলামকে ধারণ করে ঈমানী শক্তিতে জাগ্রত থেকে সত্যের আলোয় আলোকিত হওয়ার কোন বিকল্প নেই।
৭ ফেব্রুয়ারি চবি কলা ও মানববিদ্যা অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত ইলসামিক স্টাডিজ বিভাগের এম. এ. শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী।
উপাচার্য তাঁর ভাষণে বিদায়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, বিদায়ীরা হলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি স্বরূপ; বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে জ্ঞান আহরণ শেষে ভবিষ্যৎ জীবনের বৃহত্তর পরিসরে দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে তারা বিশ্ববিদ্যালয় তথা এই দেশের প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবোজ্জ্বল বিভাগ।
উপাচার্য বলেন, বিদায়ী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের সুনাম-সুখ্যাতি অটুট রেখে কর্মজীবনে মেধার স্বাক্ষর রাখবে এটাই প্রত্যাশিত। পরে উপাচার্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে স্মারক গ্রন্থ ‘সমবিন্দু’-এর মোড়ক উম্মোচন করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বিভাগের পক্ষ থেকে বিভাগের সভাপতি উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
চবি ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. এ এফ এম আমীনুল হক, প্রফেসর ড. হাফেজ মেহাম্মদ বদরুদ্দোজা, প্রফেসর ড. আহমদ আলী, সহযোগী অধ্যাপক মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, ড. মোহাম্মদ জসীম উদ্দিন ভূঞা এবং ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী।
অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।