১২:৩৬ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪৬
এসএনএন২৪.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের আর্ট গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত অলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম, চিটাগং ওপেন আর্ট বিয়েনাল এবং চবি চারুকলা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে জাপান থেকে আগত শিল্পী কাত্সু সিমিং, নেপালের শিল্পী সরজ লামিছানে, জাপান প্রবাসী শিল্পী ইসমাইল চৌধুরী ১২ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় চবি চারুকলা ইনসস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও চবি সহকারী প্রক্টর জনাব প্রণব মিত্র, চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জনাব অসীম কুমার রায় ও শিল্পী তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।
উপাচার্য অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ-ইনস্টিটিউট ও একাডেমিক কর্মকান্ডের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন, শহরের কর্মব্যস্ততা থেকে একটু দূরে শান্ত ও মনোরম পরিবেশ সমৃদ্ধ এ ক্যাম্পাসে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা পঠন-পাঠনে অধিকতর মনোযোগী হয়ে নিজেদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার এ মনোরম ও নান্দনিক পরিবেশ অটুট রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতিথিবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সম্পর্কে জেনে আগ্রহ প্রকাশ করেন এবং উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। জাপানী শিল্পী চবি উপাচার্যকে তাঁর একটি শিল্পকর্ম উপহার প্রদান করেন।