১:২২ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




টেকনাফে র‌্যাবের অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক-১

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৫ পিএম | জাহিদ


এসএনএন২৪.কম : কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ লেদা এলাকায় অভিযান চালিয়ে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিককে আটক করেছে র‌্যাব-৭। 

গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা অর্ন্তগত দক্ষিণ লেদার রহমানিয়া জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।  উক্ত তথ্যের ভিত্তিতে  ১২ ফেব্রুয়ারি এএসপি মোঃ শাহ আলম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ জোবায়ের (১৮)কে আটক করে। 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।  উলে­খ্য যে, গ্রেফতারকৃত আসামী একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার এর নাগরিক। 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে।  উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। 

গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।