১:০৩ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪৬
এসএনএন২৪.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৪ ফেব্রুয়ারি চবি ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা।
উপাচার্য তাঁর ভাষণে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার উপযুক্ত সময় ছাত্রজীবন। তাই ছাত্রজীবনের প্রতিটি মুহুর্ত তাদের জন্য অতীব মূল্যবান।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা-গবেষণাসহ ভৌত অবকাঠামো উন্নয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়। এ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তারা অত্যন্ত সৌভাগ্যবান। উপাচার্য শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে সম্মানিত শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে নিয়মিত ক্লাশে যোগদান এবং লাইব্রেরি ওয়ার্কের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার পরামর্শ দেন। উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদেরকে তাদের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথ প্রয়োগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম-সুখ্যাতি বৃদ্ধির আহবান জানান। পূর্বাহ্নে উপাচার্য কেক কেটে অনুষ্ঠান সূচিত করেন।
চবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. হাসান খালেদ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. হানিফ সিদ্দিকী ও উক্ত বিভাগের প্রফেসর ড. মেহাম্মদ খাইরুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং উক্ত বিভাগের কোষাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সোহরাওয়ার্দী। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী দীপ্ত নন্দী ও আয়েশা আলম। অনুষ্ঠানে চবি’র বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।