১২:৫৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




চবিতে যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রম বিষয়ে মতবিনিময়

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫০ এএম | জাহিদ


এসএনএন২৪.কম : ১৫ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২ টায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), ঢাকা-এর পরিচালক জনাব বিধান কুমার ভান্ডার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এসআরডিআই-এর মধ্যে যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রম বিষয়ে  এক মতবিনিময় সভায় মিলিত হন। 

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. শফীকুল ইসলাম, উক্ত বিভাগের প্রফেসর ড. মো. আবুল কাসেম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, প্রধান প্রকৌশলী জনাব মো. আবু সাঈদ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. শামসুল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকা-এর চীফ সাইন্টিফিক অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান ও চীফ সাইন্টিফিক অফিসার জনাব মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 

উপাচার্য অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান।  তিনি এ বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।  উপাচার্য অতিথিবৃন্দকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মনোরম পরিবেশ এবং ভৌত অবকাঠামো সম্পর্কেও আলোকপাত করেন। 

তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার ক্ষেত্র আরও সম্প্রসারণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এসআরডিআই-এর মধ্যে যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রমের বিষয়ে অতিথিবৃন্দের আগ্রহকে সাধুবাদ জানান এবং এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি সম্পাদনসহ পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে দিক নির্দেশনা প্রদান করেন। 

উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, এ চুক্তি সম্পাদন হলে চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার পরিধি আরও বেশি অবারিত হবে। 

অতিথিবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার উন্নত পরিবেশ সম্পর্কে জেনে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেন।  অতিথিবৃন্দ চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে এসআরডিআই-এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।