১:৪১ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




চট্টগ্রামে বাস্তুহারা বাকলিয়ার ক্ষেতচরে বিনামূল্যে চিকিৎসা সেবা সম্পন্ন

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৩ পিএম | জাহিদ


এসএনএন২৪.কম : অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় শাখা কর্তৃক আয়োজিত অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরাম বাংলাদেশ এর পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় গত শুক্রবার বাস্তুহারা বাকলিয়ার ক্ষেতচর এলাকার সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরে সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। 

উক্ত চিকিৎসা সেবার শুভ উদ্ধোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এর দন্ত চিকিৎসক ডা.পিয়াল কুমার আচার্য্য।  সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ মন্দির উৎসব উদযাপন কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.এস কে পাল সুজনের পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

উক্ত চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন ডাঃ বিবরণ দাশ, ডাঃ সন্জয় দাশ, ডাঃ লিটন বিশ্বাস, ডাঃ শান্তা দাশ।  চিকিৎসা সেবার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী দিলীপ শীল। 

এতে প্রায় ৩০০জন গরীব দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ১০০জন লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।