১২:৪০ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




কক্সবাজারে র‌্যাবের অভিযানে ডাকাত গ্রেপ্তার-১

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১০ পিএম | জাহিদ


এসএনএন২৪.কম : কক্সবাজারে নবগঠিত এডহক ভিত্তিতে পরিচালিত র‌্যাবের নতুন ব্যাটালিয়ন “র‌্যার-১৫” এর অভিযানে কক্সবাজার জেলার সদর থানাধীন ঝাউবন এলাকা থেকে ০২ টি দেশীয় তৈরী অস্ত্র এবং ০১ টি লোহার পাইপসহ ০১ জন ডাকাত গ্রেপ্তার। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার সদর থানাধীন ঝাউবন এলাকায় কতিপয় ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে।  উক্ত সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ নেজাম উদ্দিন (৩২) আটক করে। 

এ সময় অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।  পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশী করে ০২ টি কিরিচ এবং ০১ টি লোহার পাইপ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য যে, জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন এলাকায় ডাকাতি করে এবং এলাকার লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়। 

আরো উলে­খ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, খুন, ডাকাতিসহ সর্বমোট ১২ টি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তাস্তর করা হয়েছে।