৪:৫১ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার |
| ২১ রজব ১৪৪৬
এসএনএন২৪.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নবগঠিত কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব জনাব আব্দুল করিম সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সস্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট যে কার্যকরী কমিটি গঠিত হয়েছে তাঁদের সুযোগ্য নেতৃত্ব্ এবং সকলের সম্মিলিত প্রয়াসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবদীপ্ত ইতিহাসকে দেশে-বিদেশে আরও অত্যন্ত উচুঁমার্গে মর্যাদাসীন করতে সমর্থ হবেন এবং এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখবেন উপাচার্য এ প্রত্যাশা ব্যক্ত করেন।