১:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার | | ১৮ শা'বান ১৪৪৬




৮ মার্চ আমান বাজার চত্ত্বরে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

০৭ মার্চ ২০১৯, ০৩:৩৮ পিএম | জাহিদ


এসএনএন২৪.কম : আজ ৮ মার্চ শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম হাটহাজারী আমান বাজার চত্ত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১০৮ নং আমান বাজার শাখার এর উদ্যোগে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 

এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।  চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ তৌফিক আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এশায়াত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মাইক্রো বায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী-যুবলীগ সাধারণ সম্পাদক এস.এম রাশেদুল আলম, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আবুল হাছান, আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল এম.এ মাদরাসা অধ্যক্ষ আল্লামা কাজী মোহাম্মদ আবুল বয়ান হাশেমী, উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নূর খান, ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হাসান জামান বাচ্চু, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ শাহেদ ইকবাল বাবু, মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: এম.ওয়াই.এফ পারভেজ, ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। 

মাহফিলে বক্তব্য রাখবেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম সিদ্দিকী,আল্লামা মোহাম্মদ সেকান্দর আলী প্রমুখ।  উক্ত এশায়াত মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। 


keya