১:২৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪৬
এসএনএন২৪.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
গণিত বিভাগ : চ.বি. গণিত বিভাগের ২০১৬ সালের এম.এস. (ফলিত গণিত) এর থিসিস মৌখিক পরীক্ষা আগামী ২৭.৩.২০১৯ তারিখ সকাল ১০ টা থেকে শুরু হবে।
ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস : চ.বি. ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ বি.এসসি (সম্মান) কোর্স নং-৪১৩ এর পরীক্ষা ১৮.৩.২০১৯ তারিখের পরিবর্তে আগামী ২০.৩.২০১৯ তারিখ অনুষ্ঠিত হবে।
গণিত বিভাগ : চ.বি. গণিত বিভাগের ২০১৮ সালের ৩য় বর্ষ বি.এসসি. (সম্মান) কোর্স নং-৩০১ থেকে ৩১০ এর পরীক্ষাসমূহ আগামী ১৮.৪.২০১৯ থেকে ১৮.৭.২০১৯ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ১১.১৫ টা থেকে শুরু হবে।
একাউন্টিং বিভাগ : চ.বি. একাউন্টিং বিভাগের ২০১৭ সালের এম.বি.এ. ১ম সেমিস্টার ফাইনাল কোর্স নং-৫০৫ এর পরীক্ষা ১৮.৩.২০১৯ তারিখের পরিবর্তে ২৪.৩.২০১৯ তারিখ বেলা ১১ টা থেকে শুরু হবে।
পালি বিভাগ : চ.বি. পালি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টার বি.এ. (সম্মান) কোর্স নং-১০১ এর পরীক্ষা স্থগীত করা হয়েছে। অন্যান্য কোর্সের পরীক্ষার নির্ধারিত তারিখ অপরিবর্তীত থাকবে।
আইইআর : চ.বি. অইইআর এর ২০১৭ সালের এম.এস. কোর্সের পরীক্ষার ফরম পূরণ ও ফি দাখিলের তারিখ ঘোষণা করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ১৩.৩.২০১৯ তারিখ এবং বিলম্ব ফিসহ আগামী ১৪.৩.২০১৯ তারিখ পর্যন্ত ফরম পূরণ ও ফি দাখিল করা যাবে।
শারীরিক শিক্ষা বিভাগ : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং আন্ত:বিশ^বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা যথাক্রমে ঢাকা ও রাজশাহী বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় দল গঠনের উদ্দেশ্যে আগামী ২১.৩.২০১৯ তারিখ বিকাল ৩টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে এক বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ : চ.বি. যোগযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এম.এস.এস. কোসে ভর্তি/পুন:ভর্তি আগামী ১.৪.২০১৯ তারিখ থেকে শুরু হবে। বিলম্ব ফি ব্যতীত ১১.৪.২০১৯ তারিখ এবং বিলম্ব ফিসহ আগামী ১৭.৪.২০১৯ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে।