১২:২৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার | | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬




আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রস্তুতি নিতে নবীনদের প্রতি আহ্বান : চবি উপাচার্য

১৫ মার্চ ২০১৯, ১২:২২ পিএম | জাহিদ


এসএনএন২৪.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের নবীন বরণ-বিদায় ও সংবর্ধনা-২০১৯ চবি কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারিতে ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী।  সংবর্ধিত অতিথিবৃন্দ হলেন চবি পালি বিভাগের প্রাক্তন সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, প্রফেসর সুমঙ্গল বড়ুয়া এবং বিভাগের প্রাক্তন সভাপতি ও অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক জনাব জ্যোতিষ বড়ুয়া। 

উপাচার্য তাঁর ভাষণে নবীন শিক্ষার্থীদের দেশের দক্ষিণ-পূর্বা লের সর্বোচ্চ বিদ্যাপিঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, জ্ঞান-গবেষণার তীর্থ স্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়।  মেধা যাচাই এর লড়াইয়ে উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ মেধাবীরাই এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।  তিনি বলেন তরুণ মেধাবী শিক্ষার্থীদের পদচারনায় আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণের উচ্ছ্বা সে উদ্বেলিত ও আলোকিত। 

একদিন এই মেধাবী তরুণরাই বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ভান্ডার থেকে জ্ঞান আহরনের মাধ্যেমে নিজেদের আধুনিক, বিজ্ঞানমনষ্ক, বহুমাত্রীক দক্ষতা সম্পন্ন আলোকিত মানব সম্পদে পরিণত হয়ে দেশ-জাতি তথা বিশ্বকে আলোকিত করবে।  উপাচার্য নবীন শিক্ষার্থীদের পঠন-পাঠনে মনোযোগী হয়ে জ্ঞান-গবেষণায় অধিকতর সমৃদ্ধি অর্জনের মাধ্যমে সকল প্রকার অন্যায়-অবিচার-দুর্নীতি-সন্ত্রাস ও মাদকে পদদলিত করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।  উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন।  অনুষ্ঠানে মাননীয় উপাচার্যকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  পরে উপাচার্য সংবর্ধিত অতিথিবৃন্দের পক্ষে তাঁদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

চবি পালি বিভাগের সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. জ্ঞান রত্ন।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক জনাব অরূপ বড়ুয়া।  অনুষ্ঠান উপস্থাপনা করেন বিভাগের শিক্ষার্থী অনন্যা বড়ুয়া ও সুস্মিতা বড়ুয়া। 

অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 


keya