৫:৩৫ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার |
| ২১ রজব ১৪৪৬
এসএনএন২৪.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রীদের বহুদিনের প্রতিক্ষিত ‘স্টুডেন্টস ক্যান্টিন’ ১৫ মে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এ সময় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদে ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উপায়সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতির জন্য কারো মিথ্যা অপপ্রচারে কর্ণপাত না করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভবে কাজ করে যাচ্ছে।
একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নসমূহ এখন দৃশ্যমান। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ প্রতিনিয়ত পঠন-পাঠন এবং গবেষণায় নিয়োজিত থাকে। বিশেষকরে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা নিয়মিতভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও ল্যাবরেটরিতে ব্যবাহারিক ক্লাসে অংশ নিয়ে থাকে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের সময়মতো স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার সরবরাহ করতে এই ক্যান্টিন নির্মাণ করা হয়েছে। অতীতে শিক্ষার্থীরা সময়মত খাবারের বিষয়ে যে দুর্ভোগ পোহাতে হতো; এই ক্যান্টিন চালু হওয়ায় তাদের সেই দুর্ভোগ লাঘব করবে মর্মে উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন। উপাচার্য ক্যান্টিনে খাবারের মান নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ প্রদান করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অধিকতর সমৃদ্ধি এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশ^বিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
উদ্বোধন শেষে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চ.বি. বিজ্ঞান অনুষদ জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম জনাব বখতিয়ার কামাল।